২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

ভুলে কাশিমপুর কারা কমপ্লেক্সে প্রবাসীর হেলিকপ্টার অবতরণ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে সপরিবারে মালয়েশিয়া প্রবাসীর বহনকারী হেলিকপ্টার অবতরণ করেছে। এ ঘটনায় তিনজনকে আটকেরপর জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বণিক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারটি অবতরণ করে।

জেল সুপার জানান, কুমিল্লার হোমনা এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। হঠাৎ পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে স্কুলের মাঠে হেলিকপ্টাটি অবতরণ করে। পরে কারারক্ষীরা তাদের আটক করে এখানে অবতরণের কারণ জানতে চান। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করেন। মালয়েশিয়ান এক নারীকে বিয়েও করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কোনাবাড়ি আমবাগ এলাকায় তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে পাইলট ভুল করে কাশিমপুর কারা কমপ্লেক্সে হেলিকপ্টারটি অবতরণ করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ