১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

কাঁচপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪০টি টিনের ঘর

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের কাঁচপুরে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত এক ব্যবসায়ীর বাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪০টি টিনের ঘর ও ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ওইসব টিনের ঘরে কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশে বসবসরত মো. ফজলু মিয়ার বাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন মুহূর্তের মধ্যে তার বাড়িতে থাকা প্রায় ৪০টি টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ওই টিনের ঘরগুলোর ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান, আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১০:২৩ পূর্বাহ্ণ