১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের চন্দ্রা রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, বুধবার সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা রেল ক্রসিং-এ একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ছানোয়ার হোসেন নামে এক অটো রিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। পরে জামালপুর হাসপাতালে আব্দুর রহিম, মির হোসেন, ইন্তাজ আলী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হোসেন আলী ও ফরিদুল ইসলাম নামে আর ৫ জনের মৃত্যু হয়। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাসেল সাবরিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ