নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে পৃথক পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কিশোর সহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৯ আগস্ট) রাত ১০টা থেকে১২টার মধ্যে রাজধানীর মিরপুর শাহআলী,উত্তরা ও বিমিানবন্দর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। অাহতাবস্থায় ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে হাবীব, দেড়টা দিকে হাবু ও ২টার দিকে অজ্ঞাতনামা নারীকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবীবের প্রতিবেশী নাজমুল ইসলাম জানান হাবীব শাহআলী নবাবেরবাগ এলাকায় থাকতো। সাভার হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতো। বাসা থেকেই কর্মস্থলে যাতায়াত করত। বুধবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শাহআলী মাজারের সামনে রাস্তা পারাপারের সময় একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিমানবন্দর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, কাউলা ফ্লাইওভার এর পূর্ব পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে ছিল অজ্ঞাত (৩৫) নামে এক নারী। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মীটোলা জেনারেল হাসপাতাল নিওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নারীর পড়নে ছিল সেলোয়ার কামিজ।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, উত্তরা ১নং সেক্টর এলাকায় বাস ধাক্কায় পিকাপ গাড়িতে থাকা হাবিবুর রহমান হাবু (১৩) নামের এক শিশু আহত হয়। তার চেনা-পরিচিত তাইজুল নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
মৃত হাবু রাজধানীর তুরাগ এলাকায় থাকে। একটি জর্দ্দা ফ্যাক্টরিতে কাজ করতো। স্থানীয় এক লোকের পিকাপ গাড়িতে ঘুরতে বেরহয় হাবু। উত্তরায় ১নং সেক্টরে একটি যাত্রীবাহি বাস পিকাপ গাড়ীকে ধাক্বা দিলে আহত হয় হাবু। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিকদেশজনতা/এন এইচ