২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৯

পার্লামেন্ট ইমম্যাচিউর হলে বিচারকরাও ইমম্যাচিউর : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পার্লামেন্ট নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারো নাই। পার্লামেন্ট ইমম্যাচিউর হলে যারা বিচারকের আসনে বসেছেন তারাও ইমম্যাচিউর।’

বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর্যবেক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার বিষয়টি তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ‘যখন বলা হয়, একক নেতৃত্বে দেশ স্বাধীন হয় নাই। তখন ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার থাকে না।’

তিনি আরো বলেন, ‘যখন কোর্ট থেকে বলা হয় যে, এই পার্লামেন্ট ইমম্যাচিউর,  আমিও তো বলতে পারি, যারা বিচারকের আসনে বসেছেন তারা ইমম্যাচিউর। আই অ্যাম সরি টু সে লাইক দ্যাট। আমরাই সংবিধান প্রণয়ন করেছি। ২৭ বছর বয়সে এমএনএ হয়েছি। এই সংবিধান প্রণয়ন কমিটির একজন আমি। আমরা পার্লামেন্টর সদস্য হয়েছি একাধিকবার। এই বারের পার্লামেন্ট নিয়ে প্রশ্ন তোলে, এই পার্লামেন্ট নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারো নাই। কারণ এই পার্লামেন্ট ন্যায়ভাবে, গণতান্ত্রিকভাবে ও সাংবিধানিকভাবে গঠিত হয়েছে। রাজনীতিবিদদের ছোট করতে চায় কারা, সামরিক শাসকেরা। রাজনীতিবিদদের ছোট করতে চায় কারা, যারা একটি অনির্বাচিত সরকার চায় তারা। আমি এর থেকে বেশি বললাম না।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৮:৪৭ অপরাহ্ণ