২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৬

৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের মহাসড়কে খানাখন্দ সংস্কারের নামে ছয় কোটি টাকা ভাগবাটোয়ারার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মুস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবু রোশন এবং পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে শোকজ করেন।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকমরুল মোড়ে সড়কের কাজ পরিদর্শনে এসে কাজে অনিয়ম দেখে সেতুমন্ত্রী এ নির্দেশ দেন।

এ সময় সিরাজগঞ্জ সদর (কামারখন্দ ও সিরাজগঞ্জ) আসনের এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ও হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জের সাহজাদপুরের এমপি হাসিবুর রহমান স্বপনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৮:১৭ অপরাহ্ণ