স্পোর্টস ডেস্ক:
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ সালেল ৪ জানুয়ারি। মানে তার কোচিং ক্যারিয়ারের বয়স এক বছর ৭ মাস ৪ দিন। কিন্তু স্বল্প এই সময়ের মধ্যেই একের পর এক ইতিহাস গড়ে চলেছেন কোচ জিদান। গত ৩ জুন ইতিহাসের প্রথম কোচ হিসেবে রিয়াল কোচ গড়েন টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের অনন্য কীর্তি। সেই ধারা ধরে রেখে জিদান মঙ্গলবার রাতেও গড়ে ফেললেন আরও একটা অনন্য ইতিহাস। ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে জিতলেন টানা দুটি উয়েফা সুপার কাপের শিরোপা। এই কীর্তি ইতিহাসে আর মাত্র একজন কোচেরই আছে, এসি মিলান ও ইতালির সাবেক কোচ অ্যারিগো সাচ্চির। ১৯৯০ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে মেসিডোনিয়ার স্কোপজেতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল। মৌসুমসূচক এই শিরোপা জয়ের মধ্যদিয়ে জিদান প্রবেশ করেছেন আরও একটি ইতিহাসের পাতায়। সাফল্যের মাপকাঠিতে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা কোচদের তালিকায় জিদান উঠে এসেছেন চতুর্থ স্থানে! এ নিয়ে মাত্র দেড় বছরেই রিয়ালকে ৬টি শিরোপা উপহার দিলেন জিদান। একটি লিগ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটি উয়েফা সুপার ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা। রিয়ালের কোচ হিসেবে শিরোপা সাফল্যে জিদানের চেয়ে এগিয়ে মাত্র ৩ জন। রিয়াল ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ ভিসেন্তে কাল দেরন, লুইস মলোউনি ও মিগুয়েল মুনোজ। এর মধ্যে ভিসেন্তে কাল দেরন ও লুইস মলোউনিকে ছুঁয়ে ফেলাটা জিদানের জন্য মনে হচ্ছে কেবলই সময়ের ব্যাপার। তিনে থাকা ভিসেন্তে কাল দেরন রিয়ালকে শিরোপা জিতিয়েছেন ৭টি, মলোউনি ৮টি। মিগুয়েল মুনোজ অনেকটাই গিয়ে। কিংবদন্তি এই কোচ রিয়ালকে শিরোপা জিতিয়েছেন মোট ১৪টি। তবে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন জিদান, তাতে মুনোজকেও পেছনে ফেলতে তার খুব বেশী সময় লাগার কথা নয়। এক বছর ৭ মাসেই ৬টি শিরোপা। অবিশ্বাস্য এই সাফল্য কোচ জিদানের শিরোপা ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের পর রিয়ালের ৪৫ বছর বয়সী কোচ জানিয়েও দিয়েছেন তা, ‘আমরা জানি, আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। এটাও জানি, অমিয় সেই প্রতিভা আর কঠোর পরিশ্রমে আমরা অবিশ্বাস্য কিছুই অর্জন করতে পারব। আমরা খুবই ক্ষুধার্ত। আমরা আরও অনেক অনেক শিরোপা জিততে চাই।’ এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল নিজেদের সর্বশেষ ৬৬ ম্যাচেই গোল করার কীর্তি গড়ল! এই সাফল্য যাত্রা ধরে রাখাই শুধু নয়, কোচ জিদানের কণ্ঠে আরও ভালো করার প্রত্যয়, ‘আমরা জানি আসন্ন মৌসুমে প্রতিটা ম্যাচই হবে আমাদের জন্য আরও বেশী কঠিন। মৌসুমজুড়েই শক্তিশালী সব দলের বিপক্ষে খেলতে হবে। তবে আমরা আমাদের সেরাটাই ঢেলে দিতে চাই। আমাদের আকাঙ্খা থাকবে প্রতিটা ম্যাচেই ভালো থেকে ভালো করা।’
বোঝাই যাচ্ছে, শিরোপা ক্ষুধা ভালোমতোই পেয়ে বসেছে জিদানকে।
দৈনিকদেশজনতা/এন এইচ