১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

অবৈধ অর্থ লেনদেন চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। কিছুক্ষণের মধ্যে মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নজরুল ইসলাম আরো জানান, আটকদের কাছ থেকে কোটি কোটি টাকা অবৈধ মানি ট্রান্সফার, প্রায় ১৫০টি পাইওনিয়ার মাস্টার কার্ড, ভুয়া জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা ও কয়েক কোটি টাকার ইলেকট্রনিক মানি উদ্ধার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ