১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

সাংবাদিক পিনুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক ফারুক আহমেদ পিনু (৫৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি ফারুক আহমেদ পিনু দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ২ আগস্ট তাকে কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পিনুর সঙ্গে রয়েছেন তার বন্ধু হেলাল। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। সন্ধ্যা নাগাদ লাশ দেশে পৌঁছাতে পারে।

ফারুক আহমেদ পিনু কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ