১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

মোবাইলে ইন্সট্যান্ট সার্চ আর নয়!

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

হা, করলেই আগরতলা না উগুরতলা বুঝে নেয় গুগল! সার্চ বারে কয়েকটা অক্ষর লেখার পরেই টপ করে যেন মনের কথা পড়ে ফেলে সার্চ ইঞ্জিনটি। শুধু তাই নয়, মাথার ভেতরে ঘুরপাক খাওয়া শব্দগুলোকে পাশাপাশি বসিয়েও দেয়। অযাচিতভাবে প্রতিদিন সাহায্য করছে গুগল। তবে এখন থেকে আর এই সাহায্য করবে না গুগল। ২০১০ সালে ইনস্ট্যান্ট সার্চের ফিচার নিয়ে আসে গুগল। সে সময় সার্চ টিমের ভাইস প্রেসিডেন্ট মারিসা মায়ের বলেছিলেন, ‘এই গ্রহের সব মানুষ যদি গুগল সার্চ ব্যবহার করেন, তা হলে দিনে ৩০ কোটি ৫০ লাখ সেকেন্ড সাশ্রয় হবে।’

পরে ইনস্ট্যান্ট সার্চ খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। গুগলের এই সাজেশনে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে নেটিজেনরা।

হঠাৎই এই ফিচার তুলে নিচ্ছে কেন গুগল? প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারীর ৫০ শতাংশের বেশি মোবাইলের মাধ্যমে গুগল সার্চ করে থাকেন। সেক্ষেত্রে দেখা গেছে, ইন্সট্যান্ট সার্চ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে না। সে কথা মাথায় রেখে গুগল সিদ্ধান্ত নিয়েছে, মোবাইল থেকে এই ফিচার তুলে নেওয়ার।

এর বদলে জোর দেওয়া হবে আরও বেশি সার্চ ইঞ্জিনকে দ্রুত এবং সরল করে তুলতে। যদিও ডেস্কটপের ক্ষেত্রে এই ফিচার থাকবে বলে জানা গেছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ