১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস

নিজস্ব প্রতিবেদক:

আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন করে তুলতে প্রতি বছরের মতো এবারও যথাযথভাবে দিবসটি পালন করা হবে।

১৯৭৫ সালের ০৯ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের জন্য শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৫টি গ্যাস ক্ষেত্র কিনেন। বাংলাদেশ সরকার ২০১০ সাল থেকে দিবসটি পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বাণীতে প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে এবং এর অপচয় বন্ধের আহবান জানান।

বিদ্যুৎ ও গ্যাসকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে এগুলোর গূরুত্ব বিবেচনা করে সরকার প্রাকৃতিক গ্যাস ও কয়লা অনুসন্ধান ও উত্তোলনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আরও যত্নবান হওয়া এবং এই সম্পদের অপচয় রোধের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। এ লক্ষ্যে তিনি শেল অয়েল কোম্পানির কাছ থেকে ১৯৭৫ সালের ৯ আগস্ট ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে দেশের ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ