স্পোর্টস ডেস্ক:
প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার উয়েফা সুপার কাপে ম্যানইউকে হারিয়ে যেন ওই হারেরই প্রতিশোধ নিল লস ব্লাঙ্কোসরা। ম্যাসিডোনিয়ায় ম্যানইউকে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে জিনেদিন জিদানের দল।
শিরোপা জিতে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হল রিয়াল মাদ্রিদের। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা। আর সব মিলিয়ে এটি তাদের চতুর্থ উয়েফা সুপার কাপ শিরোপা।
মঙ্গলবার মেসিডোনিয়ার স্কোবজিতে শিরোপার জন্য দু’দলই সমানে সমান লড়েছে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছে রিয়ালই। দলটির হয়ে একটি করে গোল করেন ক্যাসেমিরো ও ইস্কো। অন্যদিকে ম্যানইউর হযে একটি গোলের শোধ দেন এবার এভারটন থেকে আসা রোমেলু লুকাকু।
ম্যাচের ২৪ মিনিটেই কারভাহালের বাড়িয়ে দেওয়া বল বাঁ পায়ের ছোয়ায় ম্যানইউর জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। তার গোল থেকে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় রিয়াল। বিরতির পর দু’দল আক্রমণে সমানে সমান ছিল। তবে ম্যাচের ৫২ মিনিটে ইস্কো গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
এরপর গোলের জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠে ম্যানইউ। ম্যাচের ৬২ মিনিটে রিয়ালের রক্ষণে ফাটল ধরিয়ে ম্যানইউর ব্যবধান ২-১ করে ফেলেন লুকাকু। এরপর সমতায় ফেরার স্বপ্নে বিভোর ছিল রেড ডেভিলস সমর্থকরা। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল নাওয়ায় ২-১ ব্যবধানের জয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে রিয়াল মাদ্রিদ।
দৈনিকদেশজনতা/এন এইচ