ক্রীড়া প্রতিবেদক :
আগামী আগস্টে বাংলাদেশে দুটি টেস্ট খেলতে দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, বাংলাদেশে দল পাঠানোর প্রস্তুতি চলছে। সবকিছু চূড়ান্ত হবে নিরাপত্তা ও সূচি নিশ্চিত হওয়ার পর। তার বিশ্বাস, আগস্টে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে কোনো বাধা এবার থাকবে না।
প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ২২, ২৩, ২৪ একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। চট্টগ্রামেরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ২৭ থেকে ৩১ আগস্ট। ঈদের পর ঢাকায় ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট।
N/R
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

