৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৯

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের  সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কোটচাঁদপুর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন, কৃষ্ণ দাস ও রাজু আহমেদ। তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় মামলা হওয়ার পর বুধবার সকালে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

 তিনি আরও জানান, গত ৫ মে কালীগঞ্জ উপজেলার দুই মেয়ে কোটচাঁদপুরে বেড়াতে আসে। রাতে তারা ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিনের নেতৃত্বে তিনজন তাদের উঠিয়ে নিয়ে প্রথমে বিহারীপাড়ার বেবি নামে এক নারীর বাড়িতে নিয়ে যায়। সেখানে জায়গা না পেয়ে ওই দুইজন মেয়েকে কলেজের পেছনের কলোনীতে নিয়ে সারা রাত ধরে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্তরা।
N/R
প্রকাশ :মে ১০, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ