ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কোটচাঁদপুর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন, কৃষ্ণ দাস ও রাজু আহমেদ। তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় মামলা হওয়ার পর বুধবার সকালে আসামিদের গ্রেফতার করা হয়েছে।