২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৩

বিসিবি চায় ফতুল্লাতে অস্ট্রেলিয়াকে খেলাতে

স্পোর্টস ডেস্ক:

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল চলতি মাসের ১৮ তারিখে পা রাখবে । তারা দুই টেস্টের এ সিরিজের আগে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী  ২২ ও ২৩ আগস্ট ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা। কিন্তু অনেকদিন থেকেই ফতুল্লা পানিতে তলিয়ে আছে। যদিও সম্প্রতি কিছুটা উন্নতি হয়েছে। তারপরও খেলার উপযোগী এখনও হয়ে ওঠেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী অস্ট্রেলিয়া দল ঢাকায় আসার আগেই মাঠটি সম্পূর্ণ খেলার উপযোগী করে তোলার ব্যাপারে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন অস্বাভাবিক রকমের বৃষ্টি না হলে প্রস্তুতি ম্যাচ ফতুল্লায়ই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিসিবি প্রধান নির্বাহী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  নানা বিষয়ে কথা বলেন । সেখানেই প্রসঙ্গক্রমে নিজামউদ্দিন জানান, ‘যে জলাবদ্ধতা হয়েছে, অতিবৃষ্টির কারণে এ জটিলতাটা হয়েছে। আমরা সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদ এক সাথে কাজ করছি। আশা করছি প্রস্তুতি ম্যাচের আগে যদি কোন অস্বাভাবিক বৃষ্টি না হয় তাহলে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারবো।’ ফতুল্লা স্টেডিয়াম মৌসুমী বৃষ্টি, কারখানার বর্জ্য এবং পয়:নিস্কাশনের পানিতে তলিয়ে ছিল । তবে বিসিবি এরই মধ্যে লেগে পড়েছে মাঠ এবং স্টেডিয়ামের ভেতরের আসা-যাওয়ার পথ সংস্কারের কাজে। তবে জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্গন্ধ নিরসনে ব্লিচিং পাইডার দেওয়া হয়। ফলে নতুন বিপত্তি সৃষ্টি হয়েছে। মাঠের ঘাস এতে অনেকটাই মারা গিয়েছে।  প্রধান নির্বাহী আশাবাদী প্রস্তুতি ম্যাচ শুরুর আগে এ সকল সমস্যার সমাধান হবে। আর তা সম্ভব না হলে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এ ম্যাচ, ‘ফতুল্লায় এখনও আমরা কাজ করছি। ফতুল্লা আমাদের প্রথম পছন্দ। আমরা বিকেএসপিকে  বিকল্প হিসেবে রেখেছি। দুইটা অপশনই তাদের (অস্ট্রেলিয়া) কাছে দেওয়া হয়েছে।  তবে আমরা চেষ্টা করছি ফতুল্লাকেই নিয়ে এগিয়ে যাওয়ার জন্য।’

শেষ মুহূর্তে ফতুল্লার মাঠ খেলার অনুপযোগী না হলে একমাত্র প্রস্তুতি ম্যাচ বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে । এ বিষয়টি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে তারা জানিয়েছেন বলে জানান সুজন, ‘তারা সব বিষয়ে আপডেটেড। সবশেষ যখন পরিদর্শনে এসেছিলেন পুরো বিষয়টি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’ এছাড়াও মিরপুর স্টেডিয়ামে গত ছয় মাস ধরেই চলেছে সংস্কার কাজ। সুজন জানান সে কাজ শেষ হয়ে মাঠ খেলার সম্পূর্ণ উপযোগী হয়েছে। ওখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ আগস্ট শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ৪:৪৪ অপরাহ্ণ