নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ ড. এমাজউদ্দিন আহমদ মন্তব্য করেছেন আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে সেনা মোতায়েনের কোন বিকল্প নেই। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডায়ালগ আয়োজিত নিরপেক্ষ নির্বাচনের ‘সংকট ও সম্ভাবনা’ শীর্ষক বৈঠকে একথা বলেন।
ড. এমাজউদ্দিন বলেন, নির্বাচনের চূড়ান্ত গন্তব্য ঠিক না করে রোডম্যাপ নির্ধারণ করা ঠিক হবে না। সবার আগে আসবে লেভেল প্লেইং ফিল্ড তৈরীসহ সেনাবাহিনী মোতায়েনের বিষয়। এটি সারা জাতির দাবি। এ দাবির সঙ্গে সুশীল সমাজসহ আমরাও একমত।
তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরী ও সেনা মোতায়েনের বাইরে কোন চিন্তা করা নির্বাচন কমিশনের জন্য উচিত হবে না।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

