নিজস্ব প্রতিবেদক:
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৪ সদস্যের হজ প্রতিনিধি দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব শরাফত জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
হজ প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য এ কে এম আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ধর্ম সচিব মো. আবদুল জলিল, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য কামালউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (জিআইইউ) আবদুল হালিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকী, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহর ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ।
এই কমিটির সদস্যরা হজ মৌসুমে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেবেন। কমিটির সদস্যরা আগামী ২৫ আগস্ট বা নিকটবর্তী কোনো সময়ে সৌদি আরব যাবেন এবং ৯ সেপ্টেম্বর বা নিকটবর্তী সময়ে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ