নিজস্ব প্রতিবেদক:
মহাসড়কে অবৈধভাবে আলফা-মাহেন্দ্রা চলাচল এবং যাত্রীবাহী বাসে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বরিশাল বাস মালিক সমিতির নেতা ও শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস বাস মালিক সমিতির সভাপতিসহ ৫ জন। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কর্ণকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকন, বাস মালিক সদস্য নয়ন দাস, স্টাফ তহিদুল ইসলাম, জসিম উদ্দিন ও নাসির উদ্দিন।
রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন পরিবর্তন ডটকমকে জানান, সুমন ও স্বপন মোল্লার নেতৃত্বে মহাসড়কগুলোতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলফা-মাহিন্দ্রা চলাচল করছে। এমনকি তাদের নেতৃত্বে বাস থেকে চাঁদা তোলা হচ্ছিল। খবর পেয়ে সকালের দিকে মালিক সমিতির একটি দল ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় বাস মালিক সমিতির সভাপতি সহ ৫ জন আহত হয়।
এদিকে, অভিযুক্ত সুমন মোল্লা পরিবর্তন ডটকমকে জানান, সকালে তার ভাই মিলন মোল্লা আলফা চালিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। তখন বাস স্টাফরা তার ভাইকে মারধর করে। প্রতিবাদ করতে গেলে আলফা-মাহিন্দ্র চালকদের উপর হামলা চালানো হয়। এতে আলফা-মাহিন্দ্রার বেশ কয়েকজন চালক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আলফা-মাহিন্দ্র ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আলফা-মাহিন্দ্রা চালক-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংঘর্ষের ব্যাপারে বরিশাল বন্দর থানার অফিসার্স ইনচার্জ মো.মোস্তফা কামাল জানান, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে আলফা-মাহিন্দ্রা চলতে পারবে না। এ নিয়ে বাস ও আলফা মালিক-চালকদের মধ্যে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
দৈনিক দেশজনতা /এমএইচ