১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৩

খুলনার ৭ মানবতাবিরোধীর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার সাত আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মোজাহার আলী শেখ (৬৫), মো. সহর আলী সরদার (৬৫), মো. আতিয়ার রহমান শেখ (৭৫), মো. মোতাছিম বিল্লাহ (৬৬), মো. কামাল উদ্দিন গোলদার (৮০) ও মো. নজরুল ইসলাম (৬০)। এদের মধ্যে মো. নজরুল ইসলাম এখনও পলাতক। তবে অন্য আসামিরা কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে গুলি করে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও অপহরণের মোট চারটি অভিযোগ আনা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ