২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৯

শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে চারুকলায়

শিল্পসাহিত্য ডেস্ক:

তরুণ শিল্পীদের সাহসী শিল্প উচ্চারণ ফুটে উঠেছে চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হওয়া শিক্ষার্থীদের বার্ষিক চিত্রকর্ম প্রদর্শনীতে। ক্যানভাসে শিল্পীদের নতুন ভাবনা ও প্রকাশভঙ্গি হূদয়কে আন্দোলিত করে। তরুণ শিক্ষার্থীদের এই রকম সাহসী শিল্পকর্ম নিয়ে গতকাল সোমবার শুরু হয়েছে চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক প্রদর্শনী। ড্রইং, তেলরং, জলরংসহ নানা মাধ্যমে চারু শিক্ষার্থীদের সৃজিত শিল্পকর্ম শোভা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ১ ও ২ নম্বর জয়নুল গ্যালারিতে। প্রদর্শনীতে ৬০ জন শিক্ষার্থীর ৭২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী শিল্পীদের নিরীক্ষাধর্মী কাজের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।

এ প্রদর্শনী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ড. ফরিদা জামান ও অধ্যাপক জামাল আহমেদ। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন। এছাড়া বিচারকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য।

পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন — ‘ইমপ্যাক্ট’ শীর্ষক স্থাপনা শিল্পের জন্য নিরীক্ষাধর্মী কাজের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন শেখ ফাইজুর রহমান। ‘ক্রাইসিস অ্যান্ড ক্যাপসুল গড’ শিরোনামে চিত্রকর্মের জন্য আনোয়ারুল হক স্মৃতি পুরস্কর পেয়েছেন মোঃ রেজাউল করিম। ‘এক্সপেরিমেন্ট’ শীর্ষক কাজের জন্য কাজী আবদুল বাসেত স্মৃতি পুরস্কার পেয়েছেন মোঃ রাকিবুল আনোয়ার। তেল রংয়ে আঁকা কাঁচাবাজার শীর্ষক চিত্রের জন্য তেলরং মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মোঃ তরিকুল ইসলাম। চারুকলা প্রাঙ্গণ শীর্ষক চিত্রের জন্য দেলোয়ার হোসেন স্মৃতি পুরস্কার অর্জন করেছেন শাহানা মোস্তফা, জলরংয়ের মাধ্যমে সেরা শিল্পী হয়েছেন সৈকত সরকার। মাহবুবুল আমিন স্মৃতি পুরস্কার পেয়েছেন ভুটানের শিক্ষার্থী উগেন তেসরিং দয়া। পেন্সিলের মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন সৌরভ ধর, শহীদ শাহনেওয়াজ স্মৃতি পুরস্কার পেয়েছেন নাজমুস ছাকিম খান। এ বছর কাজের মান বিচার করে জয়নুল আবেদীন পুরস্কার পায়নি কোনো শিক্ষার্থী।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভালো শিল্পী হওয়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সেখানেই শিক্ষার্থীর সার্থকতা।

শিশির ভট্টাচার্য্য বলেন, শিক্ষার্থীদের কাজ দেখে আমরা খুব তৃপ্ত হইনি। প্রদর্শনী চলবে ১৩ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

 

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ