১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মো. সেলিম (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সেলিমের বাসা সূত্রাপুরের বানিয়ানগরে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১:৩৮ অপরাহ্ণ