১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

ইরাকে কয়েক দফা বিমান হামলায় নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের শিরাকাত শহরের কাছে কয়েক দফা বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের ১৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে থেকে জানা যায়, রাজধানী বাগদাদ থেকে ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাসনেই আসকারি এলাকায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর ইরাকি সেনাবাহিনীর কয়েক দফা কার্যকর বিমান হামলায় ১৭০ জনের বেশি জঙ্গি নিহত হয়।
জানা গেছে, সালাহউদ্দিন প্রদেশের অপারেশন কমান্ডের সহযোগিতায় সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার গানশিপ এ হামলায় চালায়। প্রসঙ্গত, জঙ্গিসংগঠনের দু’টি ট্রাকসহ অস্ত্র ও আইএস জঙ্গি বহনকারী ১১টি যানবাহনের ওপর ভারি মেশিনগান হামলা চালানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ