১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

১২০ মিলিয়ন ইউরো দিয়ে কৌতিনয়োকে দলে নিতে চায় বার্সা!

স্পোর্টস ডেস্ক:

নেইমারের জায়গা পূরণ করতে হবে। কাকে নেওয়া যায়, এই প্রশ্নে বার্সেলোনা টিম ম্যানেজমেন্টের যেন নাওয়া খাওয়া হারাম। আলোচনায় কয়েকজন আছেন। এরমধ্যে ব্রিটেনের গণমাধ্যম ডেইলি স্টার নতুন খবর দিয়েছে। কাতালানদের নজর নাকি আরেক ব্রাজিলিয়ানের দিকেই। তারা লিভারপুর তারকা ফিলিপ কৌতিনিয়োকে দলে টানতে ১২০ মিলিয়ন ইউরোও খরচ করতে প্রস্তুত।

বিশাল অঙ্কে নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সেলোনার একাউন্টও আপাতত বেশ ভারি। মেসি-সুয়ারেজের পাশে আরেকজন দুর্ধর্ষ ফরোয়ার্ডের পেছনে টাকাকড়ি ঢালতে তাই তাদের দ্বিধা নেই। গেল কবছর লিভারপুলে ব্রাজিলের নতুন সেনসেশন কৌতিনয়ো দারুণ সময় কাটাচ্ছেন। পায়ের কাজ আর দূরপাল্লার শট দিয়ে নজর কাড়া এই তারকা এরমধ্যে ব্রাজিল দলে নেইমারের পরের জায়গাটি নিয়ে নিয়েছেন।

এদিকে দুদিন আগে অ্যাতলাতিকো বিলবাওয়ের সঙ্গে প্রীতি ম্যাচে লিভারপুল স্কোয়াডে ছিলেন না কৌতিনয়ো। এই খবরে গুঞ্জন আরও চড়া হতে শুরু করেছে। তবে কৌতিনয়ো ছাড়াও নেইমারের জায়গা নিতে আলোচনায় আছে ডর্টমুন্ডের ওউসম্যান ডেম্বেলে ও চেলসি তারকা এডেন হ্যাজার্ডের নাম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ