আন্তর্জাতিক ডেস্ক:
ভেনিজুয়েলায় সেনা ঘাঁটিতে হামলায় জড়িত সন্ত্রাসীদের খোঁজে দেশটির নিরাপত্তাবাহিনী অভিযান চালাচ্ছে। টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, হামলার পর ১০ সন্ত্রাসী অস্ত্রসহ পালিয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার ২০ জনের একটি দল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভেলিনসিয়ায় সেনাঘাঁটিতে হামলা চালায়। এরপর সেনাবাহিনীর সদস্যরা আক্রমণ প্রতিহত করলে দু’জন নিহত ও একজন আহত হন। এ সময় সেনাসদস্যরা ৭ হামলাকারীকেও গ্রেফতার করে। তবে অস্ত্রসহ সেনাঘাঁটি থেকে পালিয়ে যায় বাকি ১০ জন। এরপর থেকেই নিরাপত্তা বাহিনী ওই ১০ সন্ত্রাসীকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে । এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও’তে সেনাপোশাক পরিহিত বিদ্রোহীরা দাবি করে, তারা জেগে উঠেছে নিকোলাস মাদুরোর স্বৈরশাসনের অবসান ঘটাতে। এরপরই তারা সেনাঘাঁটিতে বিদ্রোহ করে।
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আর জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে নিকোলাস মাদুরো বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। যা প্রশংসা অর্জন করেছে। তিনি অবশ্য এ ঘটনাকে আখ্যায়িত করেছেন বিদ্রোহ নয়, বরং কিছু ভাড়াটে সন্ত্রাসীদের হামলা বলে। মাদুরো জানান খুব দ্রুতই এদের গ্রেফতার করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আটকদের মধ্যে এক লেফটেন্যান্ট রয়েছেন। এ ছাড়া বাকি সবাই বেসামরিক যারা সেনাবাহিনীর পোশাক পরেছিলেন। এদিকে সন্ত্রাসীদের ধরতে ভেলিনসিয়ায় জোর অভিযান চলছে। বিবিসি জানিয়েছে শহরের বিভিন্ন জায়গায় যানবাহনসহ সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে বলে। তল্লাশি অভিযানে আকাশ পথে হেলিকপ্টারও অংশ নিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি