১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৮৩

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের দুই কর্মীসহ আটক করা হয়েছে ৮৩ জনকে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১৩০ পিস ভারতীয় শাড়ি, ৪৬৭ থান কাপড়, ২৬ পিস ইয়াবা, ৬ বোতল ফেন্সিডিল ও ৮৫ গ্রাম গাঁজা। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ৩৩ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ১৩ ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ