১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

ঋণ খেলাপীর দায়ে রাজকুমার এখন জেলহাজতে

নওগাঁ প্রতিনিধিঃ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নওগাঁ শাখার ঋণ খেলাপী “মেসার্স সুগন্ধ্যা ইন্টারন্যাশনাল” কে.টি. কমপ্লেক্স, ভীমপুর, পোষ্ট অফিস সোনাপুর, থানা: পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট এর মালিক রাজকুমার খেতান নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট ১৮৮১ -এর ১৩৮ ধারার বিধানে সাজাপ্রাপ্ত হলে জয়পুরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। বর্তমানে তিনি জয়পুরহাট জেলহাজতে রয়েছেন। উল্লেখ্য খেতান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নওগাঁ শাখা থেকে এলসি ঋণ গ্রহণ করে উহা দীর্ঘদিন যাবৎ পরিশোধ না করে ঋণ খেলাপী হন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৯ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার টাকার মোট ২০ টি চেক রিটার্ন মামলা করা হয় এবং নওগাঁর বিজ্ঞ আদালত নওগাঁ ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এগুলোর বিপরীতে দ্বিগুন জরিমানা এবং ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে মোট ১৮ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। জয়পুরহাট গত বৃহস্পতিবার রাতে জয়পুর হাট জেলার পাঁচবিবি রোড, দক্ষিনা কালী মন্দির, শহীদ রামকুমার স্মরনী, সোনার পট্টি, হরিবাসর মোড় এর বসা হতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নওগাঁ শাখা কর্তৃক ২০১০ সালে দাখিলকৃত অর্থঋণ আদালত, নওগাঁয় ১৮ কোটি ৪৩ লক্ষ ৪৫ হাজার ২ শত ২৫ টাকা ৫৪ পয়সার মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে ব্যাংকের পাওনা বর্তমানে প্রায় ৩৬ কোটি টাকা মাত্র।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৯:৩০ অপরাহ্ণ