১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৩৪

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ায় ফিরোজ হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন আরাপপুর চাঁদপাড়ার আনসার আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শামীম হোসেন নামের আরও একজন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দুপুর দেড়টার দিকে ফিরোজ হোসেন মোটর সাইকেল যোগে শামীমের সাথে বাড়ি থেকে শহরে যাচ্ছিলেন। পথে বাড়ির পাশের রেজাউল ইসলাম মিন্টুর বাড়ির সামনে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারপর এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফিরোজ হোসেন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৯:২০ অপরাহ্ণ