১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন ৫২৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক:

মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক জানিয়েছেন, ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা ৫২ হাজার ৫০০ টাকা পাবেন।‌ গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতা বাবদ এসব টাকা পাবেন তারা।

রোববার নিজ কার্যালয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী মুক্তিযোদ্ধাদের বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের মতো মুক্তিযোদ্ধাদের জন্য উৎসব ভাতা চালু করা হয়েছে বলে জানিয়েছেন মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কা্উন্সিলের প্রাক্তন সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের প্রাক্তন সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম খান, মো. সালাহ উদ্দিন, মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৬:২০ অপরাহ্ণ