১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

আজকের রাশিফল

 

Mesh মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে।
প্রতিকার: দেবস্থানে সাধ্যমতো দান করুন। গ্রহদোষ খণ্ডন হবে।

 

Brisho

 নতুন বন্ধু হবে। কারও সঙ্গে পুরনো সম্পর্ক থাকলে তা আবার নতুন করে গড়ে উঠবে। বিবাহ ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন থাকবে। কর্মস্থলে উন্নতির যোগ আছে।
প্রতিকার: একটি লোহার শালাকা বাড়ির পেছন দিকে পুঁতে দিন। শত্রু দমন হবে।

 

Mithun কর্মরতদের ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকবে। নিজ কর্তব্য ও শ্রমের পুরস্কার জুটবে। সহকর্মীরা সহযোগী হবে। কর্মে স্থিতিশীলতা আসবে।
প্রতিকার: আজকে শিবস্তব পাঠ করুন। সমস্ত কার্যে সফলতা পাবেন।

 

Korkot শেয়ার ও ফাটকায় বুঝে বিনিয়োগ করলে শুভ হবে। হতাশা দূর হবে। স্বামী বা স্ত্রীর শরীর-স্বাস্থ্য বিষয়ে যত্নবান হতে হবে। মাতার শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত।
প্রতিকার: সম্ভব হলে গঙ্গাস্নান করুন। মানসিক শান্তি ফিরে পাবেন।

 

Singho

 সন্তানের জন্য দুর্ভাবনা দূর হবে। শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নের প্রয়োজন। মাঝে মাঝে পীড়া কষ্টদায়ক হবে। উপার্জন বৃদ্ধি পাবে। কর্মসূত্রে স্থান পরিবর্তন হতে পারে।
প্রতিকার: আজকে সাদারঙের পোশাক পরিধান করুন। সর্বকার্যে সফলতা লাভ করবেন।

 

Konya

 ক্ষমতাবান ব্যক্তির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্র শুভ। বন্ধু থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। নিজের কর্তব্য ও কর্ম বিষয়ে সচেতন থাকতে হবে।
প্রতিকার: প্রাতঃকালে গুরুজনকে প্রণাম করে দিন শুরু করুন। উপকার পাবেন।

 

Tula

 শরীর-স্বাস্থ্য ভালো থাকলেও শরীরের নিম্ন অংশে আঘাত লাগার সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রী’র মধ্যে ঐক্য বজায় থাকবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
প্রতিকার: গুড়ের তৈরি দ্রব্য জলাশয়ে ভাসিয়ে দিন। সুফল পাবেন।

 

Brishchik

 কর্মের পরিবেশ মাঝে মাঝে প্রতিকূল হলেও তা ক্ষতিকর হবে না। ব্যাবসা স্থান শুভ। ব্যাবসায় উন্নতি, পরিবর্তন আসবে। গৃহে কোনও শুভ কাজ হওয়ার সম্ভাবনা।
প্রতিকার: একটি রুপার আংটি ধারণ করুন। উপকৃত হবেন।

 

Dhonu পিতামাতার স্বাস্থ্যের প্রতি যত্নের প্রয়োজন। পঠন-পাঠনে আরও বেশি মনোযোগ হওয়া আবশ্যক। কর্মপ্রার্থীদের আরও যোগাযোগ বাড়াতে হবে। ব্যাবসা শুরু করা যেতে পারে।
প্রতিকার: জনসাধারণকে সাধ্যমতো জল দান করুন। গ্রহদোষ খণ্ডন হবে।

 

Mokor

 কর্মরতদের কর্মে উন্নতি, আর্থিক উন্নতির যোগ আছে। যশ ও সম্মান বাড়বে। নিজের এক্তিয়ার বিষয়ে সচেতন থাকা দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত।
প্রতিকার: আজ ধর্মীয় কার্যে সাধ্যমতো দান করুন। গ্রহদোষ খণ্ডন হবে।

 

Kumbho গৃহ সংস্কার হতে পারে। সন্তানের শিক্ষা ও বিবাহ নিয়ে চিন্তার কারণ হতে পারে। মাঝে মাঝে চিত্তচাঞ্চল্য হেতু পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। বিবাহযোগ আছে।
প্রতিকার: সূর্যস্তব করুন। গ্রহদোষ খণ্ডন হবে।

 

Meen

 কর্মপ্রার্থীদের কোনও না কোনও কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা। প্রেম-ভালোবাসায় হতাশা সৃষ্টি করবে। মনের কোনও অভিলাষ পূর্ণ হতে বিলম্ব হবে।
প্রতিকার: তামার আংটি ধারণ করুন। সফলতা নিশ্চিত।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ