১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ডে ফিরোজ হোসেন (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ফিরোজ চানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

স্থানীয়রা জানান, ফিরোজ দুপুরে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে আরাপপুর চানপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি ইমদাদুল হক বলেন, পূর্ব শত্রুতার জেরে ফিরোজকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডে জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৩:১৩ অপরাহ্ণ