১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

‘দেশের ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার’

স্বাস্থ্য ডেস্ক:

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন দেশের ১৫  থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার। তিনি জানান আর এ অপুষ্টি দূর করতে সরকার মায়েদের ভাতা দেয়াসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার সকালে শেরেবাংলা নগরের শিশু হসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করার জন্য মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘মায়েদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ও প্রয়োজনীয় টিকা দেয়ার পাশাপাশি সন্তানদের বুকের দুধ ও স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। সরকার মায়েদের জন্য ভাতা দিচ্ছে। কারণ মা সু্স্থ থাকলে শিশু সুস্থ থাকবে। সরকার শিশু মৃত্যুহার কমিয়েছে। আগে রাতকানা রোগ ছিল তিন শতাংশ, এখন নেই বললেই চলে। তবে এখনো আমাদের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি মায়েরই উচিত সন্তাকে বুকের দুধ খাওয়ানো। কারণ মায়ের দুধে প্রচুর ভিটামিন থাকে। শিশুর বেড়ে ওঠায় এটা সহায়তা করে। বুকের দুধের সঙ্গে সঙ্গে শিশুদের সুষম খাবারও দিতে হবে। তাহলে তারা অপুষ্টি থেকে রক্ষা পাবে।’ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন বক্তব্য দেন।

প্রসঙ্গত, আজ সারাদেশে দুই কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ