১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের আজিজ মাস্টারের ছেলে আব্দুল বাতেন (৩৪) ও আজুগাড়া গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আলী(২৫)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান বিশ্বাস জানান, সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস এনায়েতপুরে যাচ্ছিল। উপজেলার বেতিল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালকসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে আরো এক যাত্রী নিহত হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ২:০০ অপরাহ্ণ