২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৯

খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের পাঁচজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যে বিষক্রিয়ায় গাজীপুরের সাইনবোর্ডে একই পরিবারের শিশুসহ পাঁচজন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার দিবাগত রাত ২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলো, বেলি বেগম (৩৫) হনুফা বেগম (৩৫) তার ছেলে শোয়েব (১৪), সুমাইয়া (১০) তায়েফ (০৯)। অসুস্থ্য বেলি বেগম সাইনবোর্ড এলাকার প্রবাসী মো. ওয়াজ উদ্দিনের স্ত্রী।

বেলির মা হোসনে আরা জানান, সন্ধ্যায় বেলির ননদের ছেলে এইচএসসি পাস করেছে এই সুবাধে সন্ধ্যায় বাসার সবাই মিষ্টি খায়। এরপর সবাই রাতের খাবার খেয়ে একে একে প্রত্যেকে অসুস্থ্য হয়ে পড়ে। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি আরো জানান, বিষক্রিয়া মিষ্টি না রাতের খাবার থেকে হয়েছে তা আমরা নিশ্চিত নই।

এব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় গাজীপুর থেকে শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর বিষক্রিয়ার কারণ জানা যাবে। তারা জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১:১২ অপরাহ্ণ