১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

উসাইন বোল্ট জীবনের শেষ দৌড়ে এসে তৃতীয়

স্পোর্টস ডেস্ক:

জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট জীবনের শেষ দৌড়ে এসে তৃতীয় হলেন। তিনি লন্ডন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জীবনের শেষ পর্যায়ে এসে এ ফলাফল করলেন। আমেরিকান দৌড়বিদ জাস্টিন গ্যাটলিন ১০০ মিটারে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন । দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান কোলম্যান ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে  । আর তৃতীয় হওয়া বোল্ট  নিয়েছেন ৯.৯৫ সেকেন্ড সময়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্যাটলিনের এটা তৃতীয় সোনার পদক। ২০০৫ আসরে ১০০ ও ২০০ মিটারে সেরা হয়েছিলেন ২০০৪ এথেন্স অলিম্পিকের ১০০ মিটারের চ্যাম্পিয়ন।
হিটে দৌড়ের শুরু নিয়ে বোল্ট অসন্তুষ্ট ছিলেন , সময় নিয়েছিলেন ১০.০৭ সেকেন্ড। তার সেমি-ফাইনালের শুরুটাও ভালো ছিল না; তিন নম্বর সেমির হিটে কোলম্যানের (৯.৯৭) পিছনে থেকে দ্বিতীয় হন অলিম্পিকে আটটি সোনাজয়ী (৯.৯৮)।
২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে যেখানেই অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছেন, এই জ্যামাইকান সেখানেই অপরাজেয় । তাকে কখনও দ্বিতীয় হতে হয়নি। সেই গতি দানব উসাইন বোল্ট কি না ক্যারিয়ারের শেষ দৌড়ে এসে হেরে গেলেন! ২০১৬ রিও অলিম্পিকের সময়ই বোল্ট ঘোষণা দিয়েছিলেন, লন্ডন অ্যাথলেটিক  তার শেষ চ্যাম্পিয়নশিপ। অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে এরপরই বিদায় জানাবেন ।
দৌড় শেষ হওয়ার পর জাস্টিন গ্যাটলিনই এসে হাঁটুমুড়ে বোল্টের সামনে বসে তাকে বিদায়ী অভিবাদন জানান। সত্যিকারের কিংবদন্তিকে এভাবে বিদায় জানানোটাও তো সৌভাগ্যের। বোল্টও আবেগে আপ্লুত হয়ে গেলেন। গ্যাটলিনকে জড়িয়ে ধরলেন । জনতার কাছ থেকেও ক্যারিয়ারের সর্বশেষ ব্যাক্তিগত দৌড় শেষ করার পর বিদায় নিলেন। ১২ আগস্ট অংশ নেবেন দলগত ইভেন্ট ১০০ মিটার রিলেতে। এই জীবন্ত কিংবদন্তি আর এর মাধ্যমেই ক্যারিয়ারকে বিদায় বলবেন ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ