নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার বেলমা আড়াগাঁও এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও অন্তত ৫ জন। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধরা হলো- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৬৫) ও ইনসান (৩২)। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার বেলমা আড়াগাঁও এলাকায় রাত সাড়ে ৯টার দিকে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের সাথে তারেক নামে এক ব্যক্তির কথাকাটা কাটি হয়। একপর্যায়ে কামাল উদ্দিনের গ্রুপ ও তারেক গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় তারেক গ্রুপের লোকজনের শটগানের গুলিতে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও ইনসান গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও অন্তত ৫ জন। পরে তাদের উদ্ধার করে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত তারেকের মোবাইলে কল করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। গুলিবিদ্ধ কামাল উদ্দিন জানান, তারেকের শটগানের গুলিতেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ