আন্তর্জাতিক ডেস্ক:
দুই দিনের নৌমহড়া শুরু করছে তুরস্ক ও কাতারের সেনাবাহিনী। রোববার থেকে এই মহড়া শুরু হচ্ছে। এমন সময় এই মহড়া শুরু হচ্ছে যখন তুর্কি সেনা ঘাঁটি বন্ধসহ ১৩ দফা দাবিতে কাতারকে একঘরে করে রেখেছে প্রতিবেশী আরব দেশগুলো। ইতিমধ্যে ২১৪ সেনাসহ তুর্কি ফ্রিগেট টিসিজি গোকোভা কাতারের হামাদ বন্দরে নোঙর করেছে। খবর: আনাদোলু এজেন্সি ও হুররিয়াত ডেইলি নিউজ।
ফ্রিগেট পরিদর্শন করেছেন কাতারি এমিরি নৌ কমান্ডার রিয়ার এডমিরাল মোহামেদ নাসের আল-মোহান্নাদি। মহড়ার সমন্বয় কার্যক্রম নিয়ে সেখানে আলোচনাও হয়েছে। গত ২০১৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কাতারে স্থাপিত সেনা ঘাঁটিতে আরো সেনা মোতায়েনের বিষয়টি গত ৭ জুন অনুমোদন করে তুর্কি পার্লামেন্ট। গত ১ আগস্ট থেকে আড়াই শতাধিক সেনা এবং ৩০টি সাঁজোয়া যান নিয়ে কাতারের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করে তুরস্ক।
এদিকে সন্ত্রাসবাদে অর্থায়নের কথিত অভিযোগে কাতারের ওপর গত ৫ জুন থেকে সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তারা অবরোধ প্রত্যাহারের শর্ত হিসেবে কাতারকে ১৩ দফা দাবি দেয়। সৌদি জোটের এসব দাবির একটি হলো- কাতারে তুর্কি সেনা ঘাঁটি বন্ধ করে দেয়া। তবে কাতারে থাকা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনা ঘাঁটি নিয়ে কোনো আপত্তি জানায়নি সৌদি জোট।
দৈনিক দেশজনতা /এমএইচ