১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

ইবি সাংবাদিককে মারধর, ছাত্রলীগকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

পূর্ব শত্রুতার জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার প্রতিনিধি শাহ আলমকে ছাত্রলীগ কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় নিকটস্থ শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রলীগকর্মী মিঠু কবিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে শাহ আলম ব্যক্তিগত কাজে শেখপাড়া বাজারে যান। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী মিঠু কবির ও তার বন্ধু রুবেল হোসেন তাকে একা পেয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যান।

এ ঘটনার পর রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মিঠুকে সাময়িক বহিষ্কার করে। হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ইবি প্রেসক্লাব ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। নেতৃবৃন্দ অভিযুক্তদের বিচার দাবি করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৫, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ