১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

প্রেমিকের মন পেতে শিশু ছেলেকে খুন করল মা

নিজস্ব প্রতিবেদক:

দেড় বছরের শিশু। এতিম ছেলেটির শেষ আশ্রয় ছিল মা। কিন্তু সেই মায়ের হাতেই প্রাণ গেল শিশুটির। প্রেমিকের মন পেতে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করলেন স্বয়ং মা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার হাঁসখালির গাজনার দুর্লভপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খবর: জিনিউজ। জানা গেছে, দেড় বছরের ছেলেকে নিয়ে একাই থাকতেন ঝর্ণা বিশ্বাস। স্বামী রবি রাজোয়ারের মৃত্যুর পর সম্প্রতি ভীষ্ম সর্দার নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু ভীষ্ম একেবারেই পছন্দ করতেন না ঝর্ণার শিশু ছেলেকে। তাই প্রেমের পথে কাঁটা দেড় বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন মা।  প্রতিবেশীদের দাবি, শুক্রবার দীর্ঘক্ষণ শিশুটির কোনো খোঁজ না পেয়ে সন্দেহ হয় তাদের। এনিয়ে ঝর্ণাকে প্রশ্ন করতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে নিজ হাতে ছেলেকে খুনের কথা স্বীকার করেন ঝর্ণা। তাকে আটক করেছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৫, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ