১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

জাবি শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

আন্দোলনের মুখে অবশেষে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এ ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় নয় ঘণ্টা আলোচনার পর রাত ৩টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, বিকেলে উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা। প্রায় নয় ঘণ্টা আলোচনার পর ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উভয় পক্ষের মধ্যে আলোচনা সফল হওয়ায় অবরোধসহ সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ চারটি দাবিতে টানা চার দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বৃহস্পতিবার অবরোধের মধ্যেই শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ৪, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ