১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫০

নেত্রকোণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, এএসপিসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার দুর্গাপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত  হয়েছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরে এই সংঘর্ষ হয়েছে। বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালনের সময় এই সংঘর্ষ বাঁধে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল হক জানান, সহকারী পুলিশ সুপার শিবলি সাদিক ঘটনার সময় কিছুটা আঘাত পেয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থলসহ উপজেলা সদরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ৪, ২০১৭ ৪:৫৯ অপরাহ্ণ