১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও মুন্নু গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামে মুন্নু সিটিতে অবস্থিত পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাজা, ধামরাইয়ের মুন্নু সিরামিক কারাখানা, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালুশাহ কলেজ মাঠ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ, হরিরামপুর উপজেলার পাটগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ এবং সর্বশেষ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রতিটি জানাজায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, আওয়ামীলীগ, জাতীয়পার্টি, জাসদ, গনফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মুন্নু গ্রুপের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম, হারুনার রশিদ খান মুন্নুর বড় নাতী রশিদ মাইমুনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেট এম জাহিদ হোসেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আক্তারুজ্জামান, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোটেক আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.গোলাম মহীউদ্দীন, সাবেক মন্ত্রী গোলাম ছরোয়ার মিলন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, বিএনপির জাতীয় নির্বহী কমিটির সদ্যস এস,এ,জিন্নাহ কবীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলম ছারোয়ার ছানু, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুক প্রমুখ।

গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মুন্নু সিটিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

হারুনার রশিদ মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি জন্ম গ্রহন করেন ১৯৩৩ সালের ১৭ আগষ্ট।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৪, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ