২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

এই ভালো মানুষগুলোর কারণেই পৃথিবীটা এতো সুন্দর

নিজস্ব প্রতিবেদক:

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য কদিন আগেই ‘আনন্দবাজার সেরা বাঙালি পুরস্কার- ২০১৭’ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আর এ পুরস্কার আনতে কলাকাতায় গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ফিরেছেন বৃহস্পতিবার সকালে। তবে এর মাঝে এক ভালো মানুষের দেখা পেয়েছেন মাশরাফি। কলকাতার এক রেস্তোরায় মোবাইল হারিয়ে তা ফিরে পেয়েছেন তিনি। দেশে ফিরেই সেই ভালো মানুষের সঙ্গে তোলা সেলফি ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড করে মোবাইল ফেরত পাওয়ার কথা জানান মাশরাফি। তার কথায়, ‘এই ভালো মানুষগুলোর কারণেই পৃথিবীটা এতো সুন্দর।’

গত শনিবার রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেরা বাঙ্গালির পুরস্কার পান মাশরাফি। মেয়ে হুমাইরাকে নিয়ে সে পুরস্কার আনার পর আরও দুইদিন কাটিয়েছেন কলকাতায়। গত মঙ্গলবার রাতে এক রেস্তোরায় খেতে যান তিনি। তবে আসার সময় ভুল করে ফেলে আসেন মোবাইল। মোবাইল ফেরত পাবার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। তবে তাকে অবাক করেই অপরপ্রান্ত থেকে ইতিবাচক সাড়া পান তিনি। মোবাইল কোথায়, কখন হারিয়েছেন তার বিস্তারিত জেনে সেই মানুষটি নিজেই হোটেলে এসে সেট ফেরত দিয়ে যান।

এ ঘটনায় আবেগে আপ্লুত হয়েছেন মাশরাফি। সাথে সাথেই তার সঙ্গে সেলফি তোলেন। দেশে ফিরেই ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেন এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন।

মাশরাফির ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‘দুদিন আগে কলকাতার এক রেষ্টুরেন্ট থেকে খেয়ে বাহিরে এসে ট্যাক্সি নিয়ে হোটেলে চলে আসি। এসে আমার মোবাইলটা আর পাইনা। পরে ফোন দেই আমার নাম্বারে কোন আশা ছাড়াই, দেখি যদি ভাল কেউ পেয়ে থাকে। ফোন বাজতেই উনি উঠালেন আর ডিটেইলস শুনলেন কোথায় রেখেছি, খেয়েছি এবং আছি। সব শেষে উনি কনভিন্সড হলেন এবং আমাকে বললেন আপনি মোবাইলটা পেয়ে যাবেন চিন্তা করবেন না। তখন রাত ১২টা। আমি বললাম আমি এসে নিয়ে যাই। উনি ধমক দিয়ে বললেন এখন ঘুমাবো সকালে দেখবো, দরকার হলে আমি দিয়ে আসবো। আপনি ১০টায় আমাকে ফোন দেবেন। ফোন দিতেই বললেন আমি আসছি এবং তিনি ১১টার ভেতর হোটেলে এসে বসে আছেন। আমি উনাকে ট্যাক্সি ভাড়াটাও ঠিকমতো সাধতে পারিনি। কারণ, উনি না হয়তো আমিই লজ্জা পেতাম। তবে ঐ ফোনটা দিয়েই উনার সাথে ছবি তুলেছি। এতো কথা লেখার একটাই কারন। এই ভালো মানুষগুলোর কারণেই মনে হয় পৃথিবীটা এতো সুন্দর। যুগ যুগ বেঁচে থাকুক ভাল মানুষগুলো আর আমরাও তাদের দেখে ভালো হই। উনার নাম আবদূর রঊফ।’

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম মাশরাফি। অথচ এই বড় নামের মানুষটিকে সবচেয়ে বেশি বাঁধা পেরোতে হয়েছে। সাতবার বড় ধরণের ইনজুরিতেও পড়েছেন তিনি। ফিরে এসেছেন সগৌরবেই। মেজল অপারেশন করিয়ে। দল থেকে বাদ পড়েছেন। ইনজুরি কাটিয়ে আবার ফিরে এসেছেন। অধিনায়কত্ব হারিয়েছেন। আবার ফিরে পেয়েছেন। কারণ তিনি ক্রিকেট খেলেন হৃদয় দিয়ে, সততা দিয়ে। আর কে না জানে, ভালোর সাথে সবসময় ভালোটাই ঘটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ