১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান ওআইসি মহাসচিবের

মিয়ানমারে সেনা-পুলিশের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওসাইমিন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে স্বাক্ষাৎ শেষে ওসাইমিন গণমাধ্যমের সামনে এ আহ্বান জানান। এসময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানান ওআইসি মহাসচিব।

বিপুল সংখ্যাক রোহিঙ্গাকে আশ্রয়, খাবার ও চিকিৎসা প্রদানের জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান। বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে সারা বিশ্ব থেকে তাদের এভাবে সহযোগিতা দেয়ার উচিৎ বলে মন্তব্য করেন।

শুক্রবার ওআইসি মহাসচিবের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার যাবার কথা রয়েছে। চার দিনের সফরে বুধবার ঢাকা এসেছেন মুসলিম দেশগুলোর জোট ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন। দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওআইসি মহাসচিব।

দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ