নিজস্ব প্রতিবেদক:
বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শণ ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করবেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া বুধবার তারা বন্যা কবলিত হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।
শাবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়ার পরামর্শে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করেছেন। মঙ্গলবার হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এছাড়া তিনি আবাসিক হলের শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকল প্রকার দিক নির্দেশনা দেন। এসময় হলের সহকারী প্রভোস্ট মোঃ আসলাম হোসেনের তত্ত্বাবধানে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গঠন করা হয়।
M/H