স্পোর্টস ডেস্ক,
ঢাকা : ত্রিদেশীয় সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে বিকেলে মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে। এই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিতে চান মাশরাফি বাহিনী।
এর আগে ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের অনুশীলন ক্যাম্প করেছে টাইগাররা। সেখানে ইংলিশ কাউন্টি দল সাসেক্স এবং ডিউক অফ নরফোকের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সাকিব-মুশফিকরা। ১ মে নরফোকের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হলেও ৫ মে সাসেক্সের বিপক্ষে ঠিকই জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। দু’টি ম্যাচেই তিন শতাধিক রানের পাহাড় গড়েছিল মুশফিকুর-মাহমুদুল্লাহরা।
৭ মে ইংল্যান্ডে ক্যাম্প থেকে আয়ারল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে যাবে বাংলাদেশ। ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় এবং ৯ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
এন/এইচ =দেশ জনতা