১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

মালয়েশিয়ার জহুরের নতুন কমিটি গঠন

দৈনিক দেশজনতা ডেস্ক:

প্রতিষ্ঠার প্রায় আড়াই বছর পর মালয়েশিয়ায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি জহুর অব মালয়েশিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এমজে আলম। অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোয়াজ্জেম হোসেন রানা ও কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। উল্লেখ্য, বাংলাদেশ কমিউনিটি অব জহুর মালয়েশিয়া ছাড়াও দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আরও কায়েকটি আঞ্চলিক সংগঠন আছে। এগুলো হলো – বাংলাদেশ কমিউনিটি অব মালয়েশিয়া কুয়ালালামপুর, ফেনী সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, রূপসী চাঁদপুর, বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা সমিতি, শরীয়তপুর সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সমিতি ইত্যাদি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ