২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ইরানে ১ মাসে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

রমজান মাসে ইরানে মৃত্যুদণ্ড বন্ধ থাকলেও গত জুলাই মাসে অন্তত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা। যদিও সংস্থাটি ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা মাত্র ৮টি মৃত্যুদণ্ডের কথা স্বীকার করে।

জানা যায়, ইরানের মানবাধিকার সংগঠনগুলো ইরানি পেনাল কোড থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে নেওয়ার জন্য নিয়মিত দাবি জানিয়ে আসছিল। কিন্তু মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড বহাল রয়েছে। মাদকের মহামারি রোধ করার জন্য কঠিন শাস্তির বিধান রেখেছে ইরান। কিন্তু তারপরও দেশটিতে ৩০ লাখ মাদকাসক্ত রয়েছে বলে আল আরাবিয়ার প্রতিবেদনে উঠে আসে। তবে অনেকের মতে, এ সংখ্যাটি আরো বড় হতে পারে।

এদিকে মানবাধিকার সংগঠনটির মতে, শুধু ২০১৭ সালেই মাদকের বিভিন্ন মামলায় ইরানে ১৩০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, ২০১০ থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত মাদক সংক্রান্ত মামলায় অন্তত তিন হাজার ব্যক্তি শাস্তি পেয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আল আরাবিয়া

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ণ