১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

অন্ধত্বের সংখ্যা বাড়বে তিন গুণ ২০৫০ সালের মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক :

২০৫০ সালের মধ্যে বিশ্বে অন্ধত্বের সংখ্যা তিন গুণ বেশি হবে বলে ল্যানসেট গ্লোবাল হেলথের একটি গবেষণায় জানানো হয়েছে।

ওই গবেষণায় বলা হয়েছে, বর্তমানে বিশ্বে ৩৬ মিলিয়ন লোক অন্ধ। যদি পর্যাপ্ত পরিমাণ অর্থায়নের মাধ্যমে চিকিৎসার উন্নতি করা না হয়, তাহলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৫ মিলিয়ন। এ সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার হার সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায়।

ওই গবেষণা অনুযায়ী, বিশ্বে দৃষ্টিশক্তি কমে যাওয়া মানুষের হার কমছে। কিন্তু যেহেতু বৈশ্বিক জনসংখ্যা বাড়ছে এবং লোকজন বৃদ্ধ হয়েও ভালোভাবে বেঁচে থাকছে, তাই আগামী কয়েক দশকে এ সংখ্যা উচ্চ হারে বেড়ে যাবে।

১৮৮টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ২০০ মিলিয়নের বেশি লোক মাঝারি থেকে তীব্র দৃষ্টিশক্তি সমস্যায় ভূগছে। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ৫৫০ মিলিয়নের বেশি হবে বলে মনে করছেন গবেষকেরা।

এই গবেষণার প্রধান গবেষক ও অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির অধ্যাপক রুপার্ট বোর্ন বলেন, এমনকি সামান্য দৃষ্টিশক্তি কমে যাওয়াও মানুষের জীবনে যথেষ্ট প্রভাব ফেলে। যেমন তাদের স্বাধীনতা কমে যায়। তারা গাড়ি চালাতে পারে না।

ওই গবেষণায় ছানি অপারেশন ও দৃষ্টি সংশোধন চশমার ব্যবস্থাসহ এর চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থায়নের আহ্বান জানানো হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ