১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বরখাস্তের এ আদেশ ১৮ জুলাই ২০১৭ থেকে কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে ফখরুল ইসলামকে তার নিজ কার্যালয় থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেফতার করে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৩:২৫ অপরাহ্ণ