২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩২

আন্তর্জাতিক আদালত মৃত্যুদন্ডাদেশ স্থগিত করল যাদবের

দেশ জনতা ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের আদেশের স্থগিতাদেশ  দিল আন্তর্জাতিক আদালত। মঙ্গলবার এ স্থগিতাদেশের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে অনুরোধ  জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে।

গত বছর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল কুলভূষণকে। সেখানে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি সেনা আদালত এ ভারতীয় নৌ কর্মকর্তাকে  মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। যদিও ভারত দাবি করে যে,  কুলভূষণ প্রাক্তন নৌসেনা । তাঁকে ইরান থেকে অপহরণ করা হয়। সেখানে ব্যবসা করতে গিয়েছিলেন তিনি এবং ব্যবসার কাজে স্বাভাবিকভাবে পাকিস্তানেও যাতায়াত ছিল তার।

উপযুক্ত প্রমাণ ছাড়াই তাকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করছে বলে, ভারত অভিযোগ করলেও পাকিস্তান তা নাকচ করে দেয়। প্রায় ১৬ বার কুলভূষণের জন্য প্রতিনিধি পাঠানোর আবেদন জানিয়েছে ভারত। কিন্তু প্রতিবারই  তা খারিজ করে দিয়েছে পাকিস্তান। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দেখা দেখা দিলেও পাকিস্তান তার সিদ্ধান্তে অটল থাকে

পাকিস্তান কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড প্রত্যাহার না করায় ভারত নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে চিঠি  দিয়ে  পুরো মামলার শুনানি না হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদন্ডাদেশ স্থগিত করতে আদেশ দেয়।

প্রকাশ :মে ১০, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ